‘জয় শ্রীরাম বললে সস্তায় পাব?’, পেট্রোল পাম্পে গিয়ে বিজেপিকে কটাক্ষ কুণাল ঘোষের

ডেস্ক: উর্ধমুখী পেট্রোল ডিজেলের দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। মূলবৃদ্ধির জন্য বারবার মোদী সরকারকে দুষছে তৃণমূল। এদিন তাতেই অংশ নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সরাসরি পেট্রল পাম্পে গিয়ে অভিনব ভঙ্গিতে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


 রবিবার কাঁকুড়গাছিতে শাসকদলের একটি কর্মসূচি ছিল। কুণাল ঘোষ ছাড়াও মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্যরা ছিলেন সেখানে। রবিবার হঠাৎই সভাস্থল সংলগ্ন পেট্রল পাম্পে হাজির হন কুণালবাবু। সেখানে গিয়ে প্রশ্নের সুরে বলেন, “আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, সেক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রল দেওয়া যাবে?” এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান পাম্প কর্মীরা।

 
এদিন কুণাল ঘোষ বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, যাঁরা বিজেপিকে ভোট দিলেন, জয় শ্রীরাম স্লোগান দিলেন, তাঁরা কিন্তু পেট্রোল কিংবা রান্নার গ্যাস সস্তায় পাবেন না। তাঁর অভিযোগ, বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। গেরুয়া শিবির মানুষের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেছেন কুণাল।

আরও পড়ুন: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বড়সড় সাফল্য, গ্রেফতার ৩ জেএমবি জঙ্গি


তিনি বলেন, বিজেপির হাতিয়ার এনআরসির। তারা বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে। কিন্তু মতুয়ারা যদি নাগরিক না হন, তাহলে বনগাঁ থেকে শান্তনু ঠাকুর কী ভাবে নির্বাচিত হলে, আর তাঁকে কীভাবে মন্ত্রী করা হল। কুণাল ঘোষের দাবি, বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে