মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গেলে ২ জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়েরের পরামর্শ কুণাল ঘোষের

কলকাতা: আজ, সোমবার বিকেল ৫টায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠক ভেস্তে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যে স্বাস্থ্য ধর্মঘটের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি হলে দুই জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরামর্শ দিয়েছেন তিনি।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন, “মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক সফল হোক। যদি জেদ করে বৈঠক ভেস্তে যায় এবং কাল স্বাস্থ্য ধর্মঘট হয়, তাহলে রাজ্যের কোনও রোগীর ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডা. দেবাশিস হালদার এবং ডা. অনিকেত মাহাতোর নামে FIR করুন। কারণ এরাই আন্দোলনের মূল প্ররোচক।” মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুণাল আরও বলেছে যে, ডা. কিঞ্জল নন্দকে এর বাইরে রাখা হবে, কারণ তিনি বিশৃঙ্খলার সঙ্গে একমত নন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তিনি কখনও ধর্নামঞ্চে গিয়েছেন, কখনও ডাক্তারদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। কুণাল ঘোষের মতে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলোর পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক