ইডি-র দায়ের করা সারদা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ

ডেস্ক: ইডি-র দায়ের করা সারদা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ।বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর  করল বিশেষ সিবিআই আদালত। ২০ হাজার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কুণাল। তদন্তের স্বার্থ ইডি যখন ডাকবে, তখন ইডির আধিকারিকদের সঙ্গে দেখা করে সহযোগিতা করতে হবে তৃণমূল রাজ্য সম্পাদককে।

আরও পড়ুন: প্রাথমিক টেট: ১৫০০০ শিক্ষকের তালিকা তলব হাইকোর্টের


গত মাসে সারদা মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি।তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে হাজিরা দেন কুণাল ঘোষ। আত্মসমর্পণ করে আদালতে জামিনের জন্য আবেদন করেন। তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করা হয় ইডির তরফে। ‘প্রভাবশালী’ তত্ত্বে সওয়াল করেন ইডির আইনজীবী। কুণালের অয়ন চক্রবর্তী আদালতে সওয়াল করেন, সারদাকাণ্ডে সব মামলাতে জামিন পেয়েছেন কুণাল ঘোষ। এই মামলাতেও দেওয়া হোক। বিচারক আবেদন মঞ্জুর করেন। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন