প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের

কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় ইডির দায়ের করা মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের নির্দেশে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে সিবিআই-এর দায়ের করা অন্য একটি মামলায় জামিন না পাওয়ায় আপাতত তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে কুন্তলকে তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে হাজিরা দিতে হবে এবং একটি নির্দিষ্ট মোবাইল নম্বর আদালতে জমা দিতে হবে, যা পরিবর্তন করা যাবে না। এছাড়া, কোনো সাক্ষীকে প্রভাবিত করার নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতারণায় তিনি জড়িত ছিলেন। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কুন্তল, নিয়োগপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, প্রায় ৩২৫ জন প্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া, বিভিন্ন অবৈধ পথে প্রায় ১৯ কোটি টাকার লেনদেনের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

২০২৩ সালের ২১ জানুয়ারি হুগলির তৎকালীন যুব তৃণমূল নেতাকে প্রায় ২৪ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে ইডি। এরপর তিনি জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেও, শীর্ষ আদালত সেই আবেদন হাইকোর্টে ফেরত পাঠায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন