Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পঞ্চম দিনে কুড়মি আন্দোলন, বাতিল বহু ট্রেন - NewsOnly24

পঞ্চম দিনে কুড়মি আন্দোলন, বাতিল বহু ট্রেন

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে কুড়মি সমাজের অবরোধ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে মঙ্গলবার থেকে রেললাইন ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে কুড়মি সামাজিক সংগঠনগুলি। সেই অবরোধ চার দিন পেরিয়ে পাঁচ দিনে পড়ল শনিবার। অবরোধের জেরে এ দিনও বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।

পাঁচ দিনে গড়াল কুড়মি সমাজের রেল এবং সড়ক অবরোধ কর্মসূচি। কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি-সহ বিভিন্ন দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ। এ দিনও বাতিল করা হয়েছে আপ-ডাউন মিলিয়ে ৪৩টি ট্রেন। এ ছাড়া বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। আর কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে।

যে ট্রেনগুলি বাতিল হয়েছে

১৮০৮৬ রাঁচি-খড়গপুর এক্সপ্রেস

১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর -ধানবাদ এক্সপ্রেস

০৮০৫৫/০৮০৫৬ খড়গপুর – টাটানগর -খড়গপুর স্পেশাল

১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া -টাটানগর স্টিল এক্সপ্রেস

১২০২১/১২০২২ হাওড়া – বারবিল – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস

১২৮৭১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস

১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর -টাটানগর এক্সপ্রেস

১৮০৩৬ হাতিয়া – খড়গপুর এক্সপ্রেস

০৮১৬০/০৮১৫৯ টাটানগর-খড়গপুর – টাটানগর মেমু স্পেশাল

০৮০৬০/০৮০৫৯ টাটানগর – খড়গপুর – টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল

০৮০১৪/০৮০১৩ টাটানগর – চক্রধরপুর – টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল

১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর – গোমোহ -চক্রধরপুর এক্সপ্রেস

০৮০৭১/০৮০৭২ খড়গপুর – টাটানগর -খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল

০৮০৪৯/০৮৬৯৭ খড়গপুর-ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু স্পেশাল

০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর – আসানসোল মেমু স্পেশাল

০৮৬৪১/০৮৬৪২ আদ্রা -বরকাকানা -আদ্রা মেমু যাত্রী

০৮৬৪৯/০৮৬৫০ আদ্রা – পুরুলিয়া – আদ্রা মেমু প্যাসেঞ্জার

০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার

০৩৫৯৫/০৩৫৯৬ বোকারো স্টিল সিটি- আসানসোল- বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার

১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমোহ-চক্রধরপুর মেমু এক্সপ্রেস

০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা- বরভূম-আদ্রা স্পেশাল

০৮৬৯৮/০৮৬৯৭ পুরুলিয়া-ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার

১৮০২০/১৮০১৯ ধানবাদ – ঝাড়গ্রাম -ধানবাদ মেমু এক্সপ্রেস

যে সব দাবিতে আন্দোলন

অবরোধকারীদের মূল দাবি, কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি। এই তিন দাবিতে কুড়মি সমাজে অবরোধ কর্মসূচি জারি রয়েছে। রেল রোকো এবং রাস্তা অবরোধের জেরে মানুষের হয়রানির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন আন্দোলনের নেতৃত্বস্থানীয়রা। কখন অবরোধ উঠবে, তা এখনও জানা যায়নি।

Related posts

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী

২০২৬-এর আগে ফের ফোকাসে সিঙ্গুর! মোদীর সভার জবাব দিতে হাইভোল্টেজ সফরে মমতা

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের