প্রথম পাতা খবর কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৪০ ভারতীয়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৪০ ভারতীয়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

278 views
A+A-
Reset

বুধবার কুয়েতের এক বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৪০ জন ভারতীয়-সহ মোট ৪১ জনের। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে।

এ দিন ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় অনেক শ্রমিকের বাস। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জনকে। অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালয়ালি। এক মালয়ালি ব্যবসায়ীই ভবনটির মালিক। ছয়তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করতে বলে জানা গিয়েছে।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁরা জানিয়েছেন, আগুনে হতাহতদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতে পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতে দিল্লিতে মুখ্য সচিব এবং আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.