কলকাতা: দীর্ঘ গরমের ছুটির কাটিয়ে স্কুল খুলেছে। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ও আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ, বুধবার সব স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন করে পশ্চিমবঙ্গের সর্বত্র গরমের ছুটি ঘোষণা না করলেও সরকারি এবং সরকার-পোষিত স্কুলের সময়সূচি হেরফের করার অনুমতি দিল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ।
রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠানো অ্যাডভাইজরিতে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যে এলাকায় যে স্কুল অবস্থিত, সেখানকার আবহাওয়া বিবেচনা করে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচি পালটানো যেতে পারে। তবে এমনভাবে সেই কাজটা করতে হবে, যাতে পড়াশোনা ব্যাহত না হয়।
ছুটির পরে ১০ জুন থেকে স্কুল খুলেছে, কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। অতিরিক্ত গরমে স্কুলমুখী হচ্ছিল না পড়ুয়ারা। সেই বিষয়টি মাথায় রেখে স্থানীয় স্তরে স্কুলের সময়সূচি পালটানোর ছাড়পত্র দিল স্কুলশিক্ষা দফতর।