কলকাতায় এ বার লেডিজ স্পেশাল বাস, আজ উদ্বোধন

কলকাতা: মাতৃভূমি ট্রেনের ধাঁচে এ বার কলকাতার বুকে চালু হচ্ছে লেডিজ স্পেশাল বাস। আজ, মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

জানা গিয়েছে, মহিলাদের জন্য চালু হচ্ছে এই বিশেষ লেডিজ স্পেশাল বাস। পুরুষ যাত্রীরা এই বাসে উঠতে পারবেন না। বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। এই বাসের ফলে

মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডিস স্পেশাল বাসের৷ বাসগুলি রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। সকাল সাড়ে নটা এবং দশটায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে।হাওড়া লাইন দিয়ে শহরে আসা মহিলা চাকরিজীবী ও কর্মীদের উপকার হবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত হাওড়া থেকে মহিলাদের জন্য স্পেশাল বাসের পরিষেবা শুরু হলেও আগামী দিনে শিয়ালদহ থেকেও চলবে এই বাস। তেমনইটাই চিন্তাভাবনা রয়েছে পরিবরণ দফতরের।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক