চলতি আইপিএলে পরপর দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে, এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টস হারাল ধোনিদের। তবে এই ম্যাচে ধোনিরা হারল আরও বিশ্রীভাবে।
অপরদিকে সিএসকেকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলে নিজেদের প্রথম জয় নথিভুক্ত করল লখনউ। বৃহস্পতিবার ব্যাটিং সহায়ক পিচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় চেন্নাই সুপার কিংসকে। তবে ২০ ওভারে রবিন উথাপ্পা, শিবম দুবে ও মঈন আলির ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেটে ২১০ রানের বিশাল ইনিংস গড়ে সিএসকে। রবীন উথাপ্পা মাত্র ২৭ বলে ৫০ রান, শিবম দুবে ৩০ বলে ৪৯ রান ও শেষ দিকে মইন আলিও ২২ বলে ৩৫ রান করে যান।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক শুরুটা দারুণ করে। ওপেনিং জুটিতেই ৯৯ রান তোলে লখনউ। লোকেশ রাহুল ৪০ ও কুইন্টন ডি’কক ৬১ রানে আউট হন। এরপর লখনউয়ের এভিন লুইস মাত্র ২৩ বলে অর্ধশতরান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষদিকে তরুণ বাদোনির ৯ বলে ১৯ রান লুইসকে যোগ্য সঙ্গত দেয়। তবে বিশেষজ্ঞদের কথায়, ১৯তম ওভারে বল করতে এসে শিবম দুবে ২৫ রান দিয়ে বসেন। এই ওভারেই প্রথম জয়ের স্বাদ এনে দিল লখনউ সুপার জায়ান্টসকে।