কলকাতা: পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু এবং তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা নিয়ে প্রতারণা। প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে না এসে সেই অর্থ চলে যাচ্ছে সাইবার প্রতারকদের নির্ধারিত অন্য অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
সরকারি পোর্টালে প্রবেশ করে প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের বদলে অন্য অ্যাকাউন্ট নম্বর যোগ করা হয়েছে, যা থেকে ইতিমধ্যে প্রায় ৮০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। গোয়েন্দাদের ধারণা, এই প্রতারণার সঙ্গে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের মতো কোনো গ্যাং জড়িত থাকতে পারে।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে দ্রুত সমস্যার সমাধান করতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্য সচিব ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের পুলিশকে বিশেষভাবে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট্যাবের টাকা এবং লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা গায়েব হওয়ার এই ঘটনার পর নবান্ন দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর।