কলকাতা: সংসারে লক্ষ্মীলাভের আশায় ঘরে লক্ষ্মীপুজো করেন গৃহস্থেরা। শারদ পূর্ণিমায় করা হয় দেবী লক্ষ্মীর আরাধনা, এই পুজো সমস্ত রকম সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়।
লক্ষ্মী পূর্ণিমার দিনটিকে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য একটি বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী রাতে তীর্থযাত্রায় বের হন। ধন-সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী তিনি। তাই তাঁকে খুশি করতে কোনও খামতি রাখেন না আপামর বঙ্গবাসী।
আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা বা শারদীয় পূর্ণিমা। এ বছর শারদ পূর্ণিমা শনিবার (২৮ অক্টোবর) ভোর ৪:১৭ মিনিটে শুরু এবং পরের দিন, রবিবার (২৯ অক্টোবর) রাত ১: ৫৬ মিনিট পর্যন্ত চলবে। এই দিনে চন্দ্রোদয় ঘটবে বিকেল ৫টা ২০ মিনিটে। এই উপলক্ষে পঞ্জিকা মতে এই দিন নির্দিষ্ট সময়ে ব্রত পালন করতে বলা হয় এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে পূণ্যফল লাভের আশা রয়েছে।
লক্ষ্মী পুজোর শুভ সময় রাত্রি ৮:৫২ থেকে ১০:২৯ মিনিট পর্যন্ত, অমৃত যোগের সেরা সময় ১০:২৯ থেকে ১২:০৫ মিনিট এবং সাধারণ সময় ১২:০৫ থেকে ১:৪১ পর্যন্ত।
বেণীমাধব শীলের পঞ্জিকা মতে, দেবী লক্ষ্মীর পুজোর শুভ সময় প্রদোষে সন্ধ্যা ঘ ৫। ০ গতে রাত্রি ঘ ৬। ৩৬ মধ্যে। রাত্রিতে কোজাগরকৃত্য।