মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দফতর জানিয়েছে, এই মাসের টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে।
এর আগে ১৬ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে। তবে প্রশাসনিক কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।
কেন পিছোল তারিখ
প্রশাসন সূত্রে খবর, শারদোৎসবের আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাধিক বেতন ও আর্থিক অনুদানের লেনদেন থাকায় একসঙ্গে বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার না করে, লক্ষ্মীর ভান্ডারের অর্থ দেওয়ার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নবান্নের আশ্বাস, তারিখ বদল হলেও কোনওভাবেই সুবিধাভোগীরা বঞ্চিত হবেন না।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১,৫০০ টাকা পান। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। বর্তমানে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে।
অক্টোবরে ১ তারিখ নবমী, ২ তারিখ বিজয়াদশমী ও গান্ধীজয়ন্তী—তিন দিনের সরকারি ছুটি থাকার ফলে পুজোর ছুটি শেষে টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে ধারণা।
জয় বাংলা প্রকল্প
লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি জয় বাংলা প্রকল্পের ভাতা ও অনুদানও অক্টোবরের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে নবান্নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে এই প্রকল্প ঘোষণা করেছিলেন সমাজের পিছিয়ে পড়া ও আর্থিক ভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য।
রাজ্য প্রশাসনের দাবি, তারিখ সামান্য পিছোলেও সব যোগ্য উপভোক্তা সময়মতো টাকা পাবেন। পুজোর মরসুমে পরিবারের খরচ সামলাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।