কয়লা পাচার কাণ্ডে ফের গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজি। ইডি সূত্রে খবর, তিন দিন ধরে তাঁকে জেরা চলছিল। বৃহস্পতিবার ইডি জানিয়েছে, তদন্তে অসহযোগিতার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুপদ মাঝিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই কয়লা পাচার কাণ্ডে কলকাতা, বাঁকুড়া, আসানসোল–সহ নানা জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। অভিযুক্তেদর বাড়িতে হানা দেয় সিবিআই। সেখান থেকে তথ্য হাতে আসে।
সূত্রের খবর, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাজি কয়লা পাচার কাণ্ডে সরাসরি যুক্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই আসানসোল–বাঁকুড়া থেকে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ী নারায়ণ নন্দ, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল এবং জয়দেব মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তাদের জেরা করেই নাম উঠে আসে গুরুপদ মাজির।