Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গুজবের ছড়াছড়ি! ছড়ানোর অভিযোগে এ বার ২৮০ জনকে নোটিস লালবাজারের - NewsOnly24

গুজবের ছড়াছড়ি! ছড়ানোর অভিযোগে এ বার ২৮০ জনকে নোটিস লালবাজারের

কলকাতা: কোনটা সত্যি আর কোনটা অতি-সত্যি, তা জানার জন্য উৎসুক সকলেই। কিন্তু কোনটা আধা সত্যি অথবা মিথ্যে, সেসব নিয়ে মাথাব্যথা থাকে না অনেকের। ফলে ঝড়ের গতিতে ছড়ায় গুজব। ঢাকা পড়ে যায় প্রকৃত ঘটনা।

সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডে বিক্ষোভ আন্দোলন চলছে দেশ জুড়ে। এই জঘন্যতম ঘটনার জন্য ধিক্কার জানাচ্ছেন সমাজের সকল স্তরের সমস্ত মানুষ। এমন একটি বেদনাদায়ক ঘটনাকে কেন্দ্র করেই গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। খোদ কলকাতা পুলিশ কমিশনার নিজে সাংবাদিক বৈঠক থেকে সাধারণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার পরেও গুজব বন্ধ হচ্ছে না বলে খবর।

সোমবার জানা গিয়েছে, গুজব ছড়ানোর অভিযোগে ২৮০ জনকে নোটিস দিয়েছে লালবাজার। অভিযুক্তের তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দাও রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে।

সূত্রের দাবি, এ দেশ তো আছেই, পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করেও গুজব ছড়ানো হয়েছে। বলে রাখা ভালো, শুধু কলকাতা পুলিশই নয়, পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিল রাজ্যবাসীকে।

Related posts

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী