এক টাকায় জমি! রাজ্যের প্রতিটি জেলায় শপিং মল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের ২৩টি জেলার সদর শহরে একটি করে শপিং মল তৈরি করবে রাজ্য সরকার। আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’-র উদ্বোধনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শপিং মল নির্মাণের জন্য জমির বন্দোবস্ত করবে রাজ্য সরকার, এবং সেই জমি এক টাকায় দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।’’ তবে এক শর্তে জমি দেওয়া হবে— যাঁরা মল বানাবেন, তাঁদের অন্তত দু’টি তলা রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য রাখতে হবে। বাকি অংশে সিনেমা হল, কফি হাউস, বা অন্য যে কোনও বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো যাবে।

এই প্রকল্প রাজ্যে শিল্প বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভারতে লেদার শিল্পে বাংলা প্রথম। বাইরে যেসব চামড়ার ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় বিক্রি হয়, এখানে তার দাম মাত্র তিন হাজার টাকা।’’

‘শিল্পান্ন’ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাস্তায় খালি জমি দেখেই এই শিল্পকেন্দ্র গড়ার ভাবনা আসে তাঁর। আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে তৈরি হওয়া এই কেন্দ্রে রয়েছে মোট ৪৬টি স্টল। এর মাধ্যমে রাজ্যের চর্ম ও হস্তশিল্পকে আরও জনপ্রিয় করে তোলা ও স্থানীয় শিল্পীদের উৎসাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন