কলকাতা: এক নাগাড়ে বৃষ্টি। এ বার হাওড়া-বর্ধমান মেন লাইন এলাকায় ভূমিধস! হুগলির চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ধস নামে। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এর জেরে সাময়িক ভাবে ব্যাহত ট্রেন পরিষেবা।
বৃহস্পতিবার একটানা বৃষ্টি। কখনও মাঝারি, কখনও আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। এর জেরে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ধস নামে বলে জানা যায়। রাতে রেল লাইনের পাশের মাটি ধসতে দেখেই স্থানীয়রাই খবর দেন রেলকে।রেলকর্মীরা ঘটনাস্থলে যান।
সেসময়ের জন্য সাময়িক ভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। রিভার্স লাইন দিয়ে ট্রেন চালানো হয়। পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চুঁচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগন্যালের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস। রাত ৯টা ৪৫ থেকে রাত ১০টা ১৭ মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়েছিল ট্রেনটিকে। লাইন ভাল করে খতিয়ে দেখে রক্ষণাবেক্ষণের কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই ট্রেনটিকে ছাড়া হয়। ধসের জেরে শুক্রবার আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় । পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস।
এখন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ধীর গতিতেই গাড়ি চালানো হচ্ছে। রেল সূত্রে খবর, বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আপাতত আপ লাইনে ধীর গতিতে ট্রেন পাস করানো হচ্ছে।