ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা। রবিবার ভারতীয় সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে প্রবল গুলির লড়াই চলল রাতভর। সোমবার ভোরে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে।
সেনা সূত্রে খবর, এনকাউন্টারে এখনও পর্যন্ত দু’জন জঙ্গিকে খতম করা হয়েছে। নিহতদের একজন লস্কর-ই-তৈবার শীর্ষ কম্য়ান্ডার বলে মনে করা হচ্ছে। তবে, কোনো জঙ্গির মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধারের পরেই সেগুলির শনাক্তকরণ হবে বলে সেনা সূত্রে খবর।
রবিবারই কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়।
কাশ্মীর জোন পুলিশের তরফে ‘এক্স’(পূর্ববর্তী টুইটার)-এ হ্যান্ডলে লেখা হয়, “পুলওয়ামার লারো-পারিগাম এলাকায় গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।” তার পরেই ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়।