বিধায়ক তাপস সাহার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: রাজীব বসু
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। তেহট্টের এই বিধায়ক বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, ঘুমের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাপস সাহা। চিকিৎসকরা তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেন। শোকস্তব্ধ রাজনীতি মহল।
বিধানসভায় এ দিন প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নির্মল মাজি, সাংসদ মহুয়া মৈত্র-সহ বহু বিশিষ্টজন।
আগেই মাকে হারিয়েছেন তাঁর ছেলে সাগ্নিক। সদ্য কলেজ পাশ করা এই যুবক বাবাকেও হারিয়ে একেবারে একা হয়ে পড়লেন। সেই কঠিন সময়ে সাগ্নিকের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানোর সময় তিনি প্রয়াত বিধায়কের ছেলেকে বলেন, “এই সময় ভেঙে পড়বে না। নিজের খেয়াল রাখবে।” পাশাপাশি বাকি বিধায়কদের উদ্দেশে বলেন, “ছেলেটিকে দেখবেন, ও যেন একা না হয়ে পড়ে।”
২০১৬-২০২১ সালে পলাশিপাড়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তেহট্ট থেকে জয়ী হন। একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়, সিবিআই হানা দেয় তাঁর বাড়িতে। তবে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক জীবন এবং দলীয় সম্পর্ক আগলে রেখেছিলেন তাপস। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বেঙ্গালুরুও গিয়েছিলেন মাসখানেক আগে।