দক্ষিণ আফ্রিকা সিরিজেই কোচ হচ্ছেন লক্ষ্মণ!

এবার ভারতীয় দলের কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই রাহুল দ্রাবিড়ের বদলে কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ হোম সিরিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের জন্য টিম ইন্ডিয়ার কোচ করা হতে পারে।

বিসিসিআই ভারত এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরের জন্য দুটি ভিন্ন দল নির্বাচন করতে পারে। যেখানে রাহুল দ্রাবিড় টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন, ভিভিএস লক্ষ্মণ দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোচের ভূমিকা পালন করতে পারেন।

বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বার্মিংহাম টেস্টের আগে ২৪ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলেছি। ১৫ বা ১৬ জুন দলের সঙ্গে চলে যাবেন রাহুল দ্রাবিড়। আমরা লক্ষ্মণকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোচ হিসেবে দায়িত্ব নিতে বলব।’

যে দলটি লক্ষ্মণের (VVS Laxman) নেতৃত্বে খেলবে, তাতে বেশ কিছু তরুণ তারকাও সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তরুণ পেসার মহসিন খান, উমরান মালিকরা ওই দলে সুযোগ পেতে পারেন। সুযোগ পেতে পারেন তিলক বর্মা। টি-২০ দলে হার্দিক পাণ্ডিয়া এবং শিখর ধাওয়ানের প্রত্যাবর্তন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ এবং উইকেটরক্ষক ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক