৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে, সার্ক ভিসা নিয়ে পাকিস্তানিদের সাফ বার্তা কেন্দ্রের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই বড়সড় পদক্ষেপের ঘোষণা করল কেন্দ্র। বুধবার জানানো হয়েছে, এখন থেকে পাকিস্তানের কোনও নাগরিক সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম (SVES)-এর অধীনে আর ভারতে প্রবেশ করতে পারবেন না। যাঁরা ইতিমধ্যে ওই স্কিমের অধীনে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (CCS) বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এই হামলার আন্তর্জাতিক ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের দিকগুলি ওই বৈঠকে বিশ্লেষণ করা হয়েছে। তিনি বলেন, “এই হামলা এমন সময়ে হয়েছে, যখন জম্মু-কাশ্মীরে লোকসভা ও বিধানসভা নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগোচ্ছে।”

বিদেশ সচিব আরও জানান, বৈঠকে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তরফে ভারতের পাশে দাঁড়ানোর বার্তাও এসেছে। তিনি বলেন, “এই বার্তাগুলি সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী ‘জিরো টলারেন্স’-এর প্রতিফলন।”

সিসিএস বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে মিশ্রি বলেন, “পাকিস্তানি নাগরিকদের এসভিইএস-এর আওতায় ভারতে প্রবেশ করতে আর অনুমতি দেওয়া হবে না। এর আগে যাঁদের এই স্কিমের অধীনে ভিসা ইস্যু করা হয়েছে, সেগুলি বাতিল বলে গণ্য করা হচ্ছে। যাঁরা বর্তমানে এই স্কিমের অধীনে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যেতে হবে।”

উল্লেখ্য, ‘সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম’ বা এসভিইএস-এর অধীনে কিছু বিশেষ শ্রেণির গণ্যমান্য ব্যক্তি একটি নির্দিষ্ট ট্রাভেল ডকুমেন্ট পান, যা তাঁদের ভিসা ও অন্যান্য ভ্রমণ নথির প্রয়োজনীয়তা থেকে ছাড় দেয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক