195
কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ও তৃণমূল। এবার ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট।
প্রার্থীরা হলেন ফরওয়ার্ড ব্লকের অরুণকুমার বর্মা (সিতাই), আরএসপি’র পদ্ম ওঁরাও (মাদারিহাট), সিপিআইয়ের মণিকুন্তল খামরুই (মেদিনীপুর), এবং সিপিএমের দেবকান্ত মহান্তি (তালড্যাংরা)।
এই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না হলেও বামফ্রন্টের শরিক সিপিএমএল-(লিবারেশন) নৈহাটি আসনে প্রার্থী হিসেবে দেবজ্যোতি মজুমদারকে মনোনীত করেছে।
হাড়োয়া আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি, তবে পরবর্তীতে সেই আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।