রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ বহরমপুর পুরসভার চেয়ারম্যানের। ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। সম্মানহানির জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি।
ঘটনায় প্রকাশ, গত ১৪ জানুয়ারি বনগাঁর সভা থেকে বহরমপুর পুরসভার চেয়ারম্যানের নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘নাড়ুগোপাল মুখোপাধ্যায় নামে ওই চেয়ারম্যান নাকি মেয়ের জন্মদিনে ৫০ লক্ষ টাকা খরচ করেছেন।’
এই অভিযোগ একেবারে অসত্য বলে দাবি নাড়ুগোপালের আইনজীবীর। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর মক্কেলকে হেনস্তা করার জন্য শুভেন্দু এই কথা বলেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দুকে। বলা হয়েছে, ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে।
শুধু তাই নয়, ক্ষমা চাওয়ার চিঠি বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটি সংবাদপত্রে প্রকাশ করতে হবে। তা না করলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। সম্মানহানির জন্য দিতে হবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। তাঁকে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে শুভেন্দু অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনও সংবাদমাধ্যমে দেননি।