দীর্ঘ লড়াইয়ের অবসান।প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।বয়স হয়েছিল ৯২ বছর।চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লতা।অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বোন আশা ভোঁসলে।এরপর লতাকে রাখতে হয় ভেন্টিলেশনে।সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে শিল্পীর মৃত্যু হয়।
প্রসঙ্গত,করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল।
৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।