বিমান দুর্ঘটনায় নিহতদের বিমা সংক্রান্ত দাবি দ্রুত নিষ্পত্তির ঘোষণা করল এলআআইসি, চালু হেল্পলাইন

এয়ার ইন্ডিয়া AI 171 বিমানের দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াল LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া)। ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রী, কেবিন ক্রু এবং এর বাইরে নিহত সাধারণ মানুষের পরিবারের জন্য বিমা সংক্রান্ত দাবি নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে LIC জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের আর্থিক সমস্যাকে লাঘব করতে ডেথ সার্টিফিকেটের পরিবর্তে সরকারি রেকর্ডে মৃত ব্যক্তির উল্লেখ অথবা কেন্দ্র/রাজ্য সরকার বা এয়ারলাইন্স কর্তৃপক্ষের ক্ষতিপূরণের প্রমাণকে মৃত্যুর প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে।

LIC জানিয়েছে, “আমরা শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সর্বতোভাবে প্রচেষ্টা চালানো হবে।”পরিবারগুলির যাতে দ্রুত সহায়তা পৌঁছয়, সেই লক্ষ্যে স্থানীয় শাখা, ডিভিশন বা কাস্টমার জোনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া একটি কাস্টমার কেয়ার নম্বরও চালু করা হয়েছে – 📞 022-68276827।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন