ডেস্ক: শনি ও রবিবার কলকাতাসহ উপকূল ও সংলগ্ন জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস। নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আমেজ পেয়েছিল বঙ্গবাসী। অনেক জায়গায় সঙ্গে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। কিন্তু এরই মধ্যে অনেক দূরের এক নিম্নচাপের থেকে উৎপন্ন হওয়া জলীয় বাষ্প উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী ২৪ ঘন্টায় শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াও শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে স্থিত নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। আগামীকাল সকালে তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্প ঢুকবে । মেঘলা আকাশও বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।