আজ ভূত চতুর্দশীর দিন কলকাতা- সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা


কলকাতা: বুধবার রাজ্যের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হাল্কা বৃষ্টিপাত হতে পারে। তবে কোনও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার ভূত চতুর্দশীর দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। দু’-এক জায়গাতেই হতে পারে বৃষ্টি।

এর পর আগামীকাল, বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তার পর থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৪ নভেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?