আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়

কলকাতা: আজ, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বড়দিনে দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে ২৭ ডিসেম্বরের পরে তাপমাত্রা আরও নামতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন