আজও কি বৃষ্টি? আর কত দিন চলবে

কলকাতা: বসন্তের হাওয়ায় ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে শনিবার বজ্র -বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়।

আবহবিদদের মতে, দক্ষিণ তেলঙ্গনার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। দক্ষিণ ছত্তিশগড়ের উপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগরের উপর যে অ্যান্টি-সাইক্লোন অবস্থান করছে, তা আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হবে। তার ফলে আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে।

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

রবিবার বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বেশি থাকবে। মঙ্গলবার  বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আবহাওয়া মূলত শুকনো থাকবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে