রবিবার গোটা রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস

ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার গোটা রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। দক্ষিণেও এবার বৃষ্টির ভ্রূকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড় ও বজ্রবিদ্যুৎের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতার বেশ কয়েকটি জায়গায়। হবে মাঝারি মানের বৃষ্টিও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এদিকে, মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে। 

আরও পড়ুন: ফের কাবুল বিমানবন্দরে জঙ্গিহানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন


অন্যদিকে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল কিছু পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে৷ 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক