Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবার গোটা রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস - NewsOnly24

রবিবার গোটা রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস

ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার গোটা রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। দক্ষিণেও এবার বৃষ্টির ভ্রূকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড় ও বজ্রবিদ্যুৎের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতার বেশ কয়েকটি জায়গায়। হবে মাঝারি মানের বৃষ্টিও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এদিকে, মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে। 

আরও পড়ুন: ফের কাবুল বিমানবন্দরে জঙ্গিহানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন


অন্যদিকে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল কিছু পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে৷ 

Related posts

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী

২০২৬-এর আগে ফের ফোকাসে সিঙ্গুর! মোদীর সভার জবাব দিতে হাইভোল্টেজ সফরে মমতা

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের