উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

চৈত্রের ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের নানা জেলায় শুরু হচ্ছে বৃষ্টি। আজ, বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

সপ্তাহান্তে রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থা চলতে পারে সোমবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস