শুক্রবার থেকে ৪ দিনে বনগাঁ শাখায় বাতিল ২৮টি লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

কলকাতা: শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই শাখার দমদম-বনগাঁ সেকশনে মেরামতির জন্যই এই চারদিন ট্রেন পরিষেবায় রদবদলের কথা জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদম জংশন-বনগাঁ জংশন সেকশনে বাঁকের পুর্নবিন্যাসের জন্য দত্তপুকুর স্টেশনে আপ লাইনে নিন্নলিখিতমতো ৩ দিনের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে: ব্লকের সময়কাল ও দিন: ২০/২১.০১.২০২৩ তারিখে ৬ ঘন্টার জন্য (রাত ১২.০৫ মিনিট থেকে ভোর ০৬.০৫ মিনিট) এবং ২১/২২.০১.২০২৩ ও ২২/২৩.০১.২০২৩ তারিখে ৭ ঘন্টার জন্য (রাত ১২.০৫ মিনিট থেকে সকাল ৭.০৫ মিনিট)।

ওই দিনগুলিতে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে:

ট্রেন বাতিল

২০.০১.২০২৩ (শুক্রবার): শিয়ালদহ-বনগাঁ আপঃ ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮৫৮।

২১.০১.২০২৩ (শনিবার): শিয়ালদহ-বনগাঁ আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩ ও ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮) শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

২২.০১.২০২৩ (রবিবার): শিয়ালদহ-বনগাঁ- আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩,৩৩৮১৫ ও ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮) শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

২৩.০১.২০২৩ (সোমবার): শিয়ালদহ-বনগাঁ- আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩ ও ৩৩৮১৫, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২; শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

পাশাপাশি ২১.০১.২০২৩, ২২.০১.২০২৩ ও ২৩.০১.২০২৩ (শনিবার, রবিবার ও সোমবার) ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শুরু ও যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে। ৩৩৬১২ (দত্তপুকুর-শিয়ালদহ) দত্তপুকুরের পরিবর্তে বামনগাছি থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক