Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুক্রবার থেকে ৪ দিনে বনগাঁ শাখায় বাতিল ২৮টি লোকাল ট্রেন, দেখে নিন তালিকা - NewsOnly24

শুক্রবার থেকে ৪ দিনে বনগাঁ শাখায় বাতিল ২৮টি লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

কলকাতা: শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই শাখার দমদম-বনগাঁ সেকশনে মেরামতির জন্যই এই চারদিন ট্রেন পরিষেবায় রদবদলের কথা জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদম জংশন-বনগাঁ জংশন সেকশনে বাঁকের পুর্নবিন্যাসের জন্য দত্তপুকুর স্টেশনে আপ লাইনে নিন্নলিখিতমতো ৩ দিনের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে: ব্লকের সময়কাল ও দিন: ২০/২১.০১.২০২৩ তারিখে ৬ ঘন্টার জন্য (রাত ১২.০৫ মিনিট থেকে ভোর ০৬.০৫ মিনিট) এবং ২১/২২.০১.২০২৩ ও ২২/২৩.০১.২০২৩ তারিখে ৭ ঘন্টার জন্য (রাত ১২.০৫ মিনিট থেকে সকাল ৭.০৫ মিনিট)।

ওই দিনগুলিতে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে:

ট্রেন বাতিল

২০.০১.২০২৩ (শুক্রবার): শিয়ালদহ-বনগাঁ আপঃ ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮৫৮।

২১.০১.২০২৩ (শনিবার): শিয়ালদহ-বনগাঁ আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩ ও ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮) শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

২২.০১.২০২৩ (রবিবার): শিয়ালদহ-বনগাঁ- আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩,৩৩৮১৫ ও ৩৩৮৬৩, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮) শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

২৩.০১.২০২৩ (সোমবার): শিয়ালদহ-বনগাঁ- আপঃ ৩৩৮১১, ৩৩৮১৩ ও ৩৩৮১৫, ডাউনঃ ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২; শিয়ালদহ-হাবড়া- আপঃ ৩৩৬৫১, ডাউনঃ ৩৩৬৫২ ।

পাশাপাশি ২১.০১.২০২৩, ২২.০১.২০২৩ ও ২৩.০১.২০২৩ (শনিবার, রবিবার ও সোমবার) ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শুরু ও যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে। ৩৩৬১২ (দত্তপুকুর-শিয়ালদহ) দত্তপুকুরের পরিবর্তে বামনগাছি থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

Related posts

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার