৫ মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন

ডেস্ক: রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি নবান্নের তরফে। ৫ মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে আবারও রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। তবে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ। আর তা খুলতেই লোকাল ট্রেন চালানোতে অনুমতি রাজ্যের।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, নাফিসা আলি


৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলে ছাড়পত্র মিলেছে। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে অনুমতি দিয়েছে রাজ্য। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি দেওয়া হয়েছে।  কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন