৮-৯ ফেব্রুয়ারি শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ব্যবস্থা

কলকাতা: শিয়ালদহ ডিভিশনে ৮-৯ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ চলায় রেল কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় লোকাল ট্রেন বাতিল রাখার ব্যবস্থা নিয়েছে। এ সময় ৮ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে।

শনিবার ৮ তারিখে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে নিম্নলিখিত ট্রেন বাতিল থাকবে – ডাউন ৩৪৮৬০ ও ৩৪৮৫৬, এবং আপ ৩৪৮৫৭ ট্রেন বাতিল। রবিবার ৯ তারিখে ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনের আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ও ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও সোনারপুর-ডায়মন্ড হারবার লাইনের ডাউন ৩৪৮৮২ ও ডায়মন্ড হারবার-বারুইপুর লাইনের আপ ৩৪৮৯১ ট্রেন বাতিলের আওতায় পড়বে।

কিছু ট্রেনকে ঘুরপথে চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ৩৪৮৫৪ ও ৩৪৮৫৯ নম্বর শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ নম্বর ট্রেন ৮ তারিখে বারুইপুরে এসে থামবে, এবং ৩৪৮১১ নম্বর ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে। তাছাড়া, ৩৪৮১৪ ও ৩৪৮১৯ নম্বর শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ থাকবে এবং ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক