গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে’: মুখ্যমন্ত্রী

ডেস্ক: ‘গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে’। নবান্নে সাংবাদিক বৈঠক জানালেন মুখ্যমন্ত্রী। এ দিনের বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়৷ সেখানে লোকাল ট্রেন চালানোর প্রসঙ্গটিও ওঠে৷ কিন্তু যেহেতু সামনে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই এখনই লোকাল ট্রেন পুরোদমে চালানোর ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার৷ যদিও স্টাফ স্পেশ্যাল হিসেবে চলা ট্রেনগুলিতেই বর্তমানে বহু সাধারণ মানুষ যাতায়াত করছেন৷

তিনি বলেছেন, ‘এখনও রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শহরাঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আগে টিকাকরণ করছি। গ্রামের মানুষ অনেক সচেতন। তাঁরা ফাঁকা আবহাওয়ায় নিঃশ্বাস পায়। মুক্ত হাওয়া ও সবুজ পায়। এরপর গ্রামগুলিকে ধরব।’

আরও পড়ুন: বাংলার ২০০ জন মানুষ এখনও আটকে রয়েছেন আফগানিস্তানে, কেন্দ্রকে চিঠি, মমতা


এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন,’গ্রামগুলিকে ৫০ শতাংশ টিকা দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হয়ে আমরা লোকাল ট্রেন চালু করব।’ মমতার ব্যাখ্যা, ‘এখনই করতে পারছি না কারণ তৃতীয় ঢেউয়ে বাচ্চারা আক্রান্ত হওয়ার কথা। ধরুন মা-বাবা গাদাগাদি করে ট্রেনে যাতায়াত করে। তাঁরা বাড়ি ফিরে গেল। বাড়িতে বাচ্চারা আছে। বাচ্চাদের স্বার্থে কিছুদিন অপেক্ষা করতে হবে।’ 

পরিবারের সব মহিলারাই পাবেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান

স্বাস্থ্যসাথী কার্ডে নাম না থাকলেও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা যোগ্য, তাঁরা সকলেই (‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম) পাবেন। ২৫-৬০ বছরের মধ্যে পাবেন। যাঁরা সরকারি চাকরি করেন না বা পেনশন পান না। সরকারি চাকরি করেন বা পেনশন পান যাঁরা, তাঁরা ছাড়া সাধারণ মা-বোনেরা পাবেন।


‘দুয়ারে সরকার’ শুরু হয়েছে ১৬ অগাস্ট। চলবে আরও এক মাস। ২২ হাজারের বেশি ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ২ দিন হয়েছে ২ হাজার ৬৫০টা ক্যাম্প। যা শুনে মুখ্যমন্ত্রী নিজেই বলেন,’আমি নিজেই অবাক হচ্ছি। ৩ দিন শেষ হওয়ার আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন পেয়েছি ৪৬ লক্ষ। এটা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। তাড়াহুড়ো করার কোনও কারণ নেই। একসঙ্গে ভিড় করবেন না। যাঁরা পাওয়ার যোগ্য তাঁরা সবাই পাবেন।’

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে