লোকসভায় বন্দে মাতরম্–এর ১৫০তম বর্ষ উদ্যাপন উপলক্ষে বিশেষ আলোচনার সূচনা করতে গিয়ে হালকা এক ভুল উচ্চারণই তৈরি করল ছোট্ট বিতর্ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে “বঙ্কিমদা” বলে উল্লেখ করতেই আপত্তি তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাঙালির সাংস্কৃতিক আইকনকে এমন স্নেহবাচক সম্বোধন শোভন নয় বলেই মন্তব্য তাঁর।
সৌগত রায় সরাসরি বলেন, “আপনি বঙ্কিম দা বলছেন? আপনার বলা উচিত বঙ্কিমবাবু।” সাংসদের উক্তির পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎক্ষণিকভাবে সংশোধন করে নেন নিজেকে। তিনি বলেন, “ঠিক আছে, আমি বঙ্কিমবাবুই বলব। আপনার অনুভূতিকে সম্মান জানাই।” এরপর হাস্যরস মিশিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনাকে তো দাদা বলতে পারি, তাই তো? নাকি তাতেও আপত্তি আছে?”
সংক্ষিপ্ত এই বাক্যালাপের পরে প্রধানমন্ত্রী তাঁর মূল বক্তব্যে ফিরে এসে জানান, বন্দে মাতরম্ ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অসামান্য প্রেরণার উৎস ছিল। কোনও সাধারণ গান নয়, বরং “উপনিবেশিক শাসনের শিকল ছিন্ন করার পবিত্র আহ্বান” বলেই ব্যাখ্যা করেন তিনি। মোদি স্মরণ করান—ব্রিটিশ সরকার গানটির প্রসার রুখতে কঠোর আইন জারি করেছিল; গাওয়া বা ছাপা—উভয় ক্ষেত্রেই ছিল শাস্তির বিধান।
গানের ১৫০ বছরের স্মরণে সংসদের দুই কক্ষে দীর্ঘ আলোচনা চলবে। লোকসভায় ১০ ঘণ্টা ধরে এই বিশেষ অধিবেশন চলার কথা। প্রধানমন্ত্রীর পর আলোচনায় যোগ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিভিন্ন দলের নেতানেত্রীরা। সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে এই আলোচনা রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে।