রাত পোহালেই লোকসভার ফলাফল, বাংলার ৪২টি আসনের গণনা ৫৫টি কেন্দ্রে

বিভিন্ন দলীয় প্রতীকে তৈরি সন্দেশ। রাসবিহারীর একটি মিষ্টির দোকানে। ছবি: রাজীব বসু

কলকাতা: মঙ্গলবার দেশে লোকসভা নির্বাচনের গণনা। বাংলার ৪২টি আসনেও গণনা চলবে একইসঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্ট্রং রুমে রাখা রয়েছে ব্যালট বাক্স। তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলছে কড়া নজরদারি।

আগামীকাল রাজ্যের ৪২টি আসনের গণনা হবে মোট ৫৫টি গণনাকেন্দ্রে। মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় রাউন্ড ১৭। এর মধ্যে সবচেয়ে বেশি গণনা হবে ২৩ রাউন্ড। আর সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড ৯।

গণনা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় চারদিক মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে মোতায়েন রাজ্য পুলিশ। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নির্বাচনের কাজে যুক্ত কর্মী ও আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোট গণনা পর্বের প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। সব শেষে হবে ইভিএম গণনা।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে