Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডায়মন্ড হারবারে লড়বেন প্রতীকুর, আরও ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট - NewsOnly24

ডায়মন্ড হারবারে লড়বেন প্রতীকুর, আরও ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট

কলকাতা: শুক্রবার আরও পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বসিরহাট আসনে সিপিএম প্রার্থী হচ্ছেন নিরাপদ সর্দার। কয়েক দিন আগেই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। এ ছাড়াও ব্যারাকপুরে সিপিএমের প্রতীকে প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে যুব নেতা প্রতীকুর রহমানকে। বারাসত আসনে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ এবং ঘাটাল আসনে লড়বেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।

আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রথমদফার প্রার্থীতালিকায় ১৬ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। দ্বিতীয় দফায় মাত্র এক জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তৃতীয় দফায় আরও চার জন প্রার্থীর নাম ঘোষণা করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

চতুর্থ দফায় ঘোষিত চার প্রার্থী

১. বসিরহাট: নিরাপদ সর্দার (সিপিআইএম)

২. ব্যারাকপুর: দেবদূত ঘোষ (সিপিআইএম)

৩. ডায়মন্ড হারবার: প্রতীকুর রহমান (সিপিআইএম)

৪. বারাসত: প্রবীর ঘোষ (ফরওয়ার্ড ব্লক)

৫. ঘাটাল: তপন গঙ্গোপাধ্যায় (সিপিআইএম)

তৃতীয় দফায় ঘোষিত চার প্রার্থী

১. মুর্শিদাবাদ: মহম্মদ সেলিম (সিপিআইএম)

২. রানাঘাট: অলোকেশ দাস (সিপিআইএম)

৩. বর্ধমান দুর্গাপুর: ড. সুকৃতি ঘোষাল (সিপিআইএম)

৪. বোলপুর: শ্যামলী প্রধান (সিপিআইএম)

দ্বিতীয় দফায় এক প্রার্থী

১.আলিপুরদুয়ার: মিলি ওরাওঁ (আরএসপি)

প্রথমদফার তালিকায় বামফ্রন্টের ১৬ প্রার্থী

১. কোচবিহার: নীতিশচন্দ্র রায় (ফব)

২. জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিআইএম)

৩. বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)

৪. কৃষ্ণনগর: এসএম শাদি (সিপিআইএম)

৫. যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)

৬. দমদম: সুজন চক্রবর্তী (সিপিআইএম)

৭. শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিআইএম)

৮. দক্ষিণ কলকাতা: সায়রা শাহ হালিম (সিপিআইএম)

৯. হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

১০. হুগলি: মনোদীপ ঘোষ (সিপিআইএম)

১১. তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

১২. মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআইএম)

১৩. বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

১৪. বিষ্ণুপুর: শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

১৫. বর্ধমান পূর্ব: নীরজ খান (সিপিআইএম)

১৬. আসানসোল: জাহানারা খান (সিপিআইএম)

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন