কলকাতা: লোকসভা ভোটের প্রচার তুঙ্গে। গতকাল, সোমবার হয়ে গেল সাত দফার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এ বার পঞ্চম দফার অপেক্ষা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা এবং বনগাঁয় জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মমতার প্রথম সভা শ্রীরামপুর লোকসভায়। শ্রীরামপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ২০০৯ সাল থেকে এই আসনে জয়ী হয়ে আসছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই থেকে এই আসনে জিতে আসছেন তিনি। এ বারও তাঁকে প্রার্থী করেছেন মমতা। আজ তাঁর হয়েই নির্বাচনী জনসভায় অংশ নেবেন মমতা।
এ দিন মুখ্যমন্ত্রী নিজের দ্বিতীয় সভাটি করবেন বনগাঁ লোকসভায়। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করবেন মমতা। ২০১৯ সালে বনগাঁ আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই আসন ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল।