কলকাতা: সোমবার অমদাবাদে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। ফলে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান যেমন আরও মজবুত করল, সেই সঙ্গে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ারের যোগ্যতাও অর্জন করে ফেলল কেকেআর।
অমদাবাদে গুজরাত টাইটানস বনাম কেকেআর ম্যাচ ভেস্তে যাওয়ায় একদিকে যেমন শুভমন গিলদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল, ঠিক তেমনই কেকেআরের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত হয়ে গেল মাঠে না নেমেই। অর্থাৎ, কলকাতা নাইট রাইডার্স এবার প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স, উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। শেষমেশ ১ পয়েন্টে হাতে আসায় এবারের মতো লিগ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে গতবারের রানার্সদের। কারণ, ১৩ ম্যাচে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ১১ পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলেও ১৩ পয়েন্টের বেশি এগোতে পারবেন না শুভমন গিলরা।
অন্যদিকে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৯ পয়েন্ট। পয়েন্ট তালিকা বলছে, ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করা রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনও দলের পক্ষে নাইট রাইডার্সকে ছোঁয়া সম্ভব নয়। এই অঙ্কেই নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে ফেলল।