কলকাতা: আজ, শুক্রবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনী কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চম দফার প্রস্তুতি প্রায় শেষলগ্নে। আগামী ২০ মে পঞ্চম দফার পর ২৫ মে ভোটগ্রহণ ষষ্ঠ দফার। ষষ্ঠ দফায় যে আটটি কেন্দ্রে ভোট, সেগুলির মধ্যেই রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং ঘাটাল।
এ দিন মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচিটি ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুর বিধানসভায়। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল এ বার প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত এই লোকসভা আসনটি গত বার জিতেছিল বিজেপি। সাংসদ হন কুনার হেমব্রম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী বদল করেছে বিজেপি। পদ্ম-প্রতীকে এ বার প্রার্থী হয়েছেন প্রণত টুডু। অন্য দিকে, কংগ্রেস-সিপিএম জোট এই আসনে প্রার্থী দিয়েছে। এখানে জোটের পক্ষে সিপিএমের প্রার্থী সোনামণি মুর্মু টুডু।
এর পর মুখ্যমন্ত্রী সভা করতে যাবেন ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে জনসভা করবেন তিনি। ২০১৪ ও ২০১৯ সালে ঘাটালে জিতেছিলেন অভিনেতা দেব। এই কেন্দ্রে নায়ক দেবের বিরুদ্ধে অন্য এক নায়ককে ময়দানে নামিয়েছে বিজেপি। খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।
এ দিন মুখ্যমন্ত্রীর শেষ কর্মসূচিটি খড়্গপুর শহরে। মেদিনীপুর লোকসভায় এ বার তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। বিজেপি এখানে প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আজ বিকেলে খড়্গপুর শহরে রোড-শোয়ের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।