রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা

হুগলি: আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ। রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হবে ওই দিন। হাতে প্রচারের সময়ও ক্রমশ কমে আসছে। আজ, বুধবার হাওড়া ও হুগলিতে দু’টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন হুগলিতে প্রথম সভাটি করবেন মমতা। এই কেন্দ্রের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তিনি। টেলিভিশনের ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বিভিন্ন কারণে প্রচারে রয়েছেন প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর থেকেই। হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই তাঁর। ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হন লকেট।

হুগলির পর মমতার পরের গন্তব্য হাওড়া। সেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই বিজেপির রথীন চক্রবর্তীর। প্রসূনের সমর্থনে আজ সভা করবেন মমতা। পর পর তিন বার হাওড়া থেকে জিতেছেন প্রসূন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন