কলকাতা: ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ১৮টিতে জিতেছিল বিজেপি। আর এ বারের ১২টি আসনেই থমকে গেছে। উল্লেখযোগ্য ভাবে, হেরে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ!
২০১৯ সালের লোকসভা ভোটে নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে প্রায় ৮৯ হাজার ভোটে জিতেছিলেন। সেই জায়গায়, ২০১৯ সালে আড়াই হাজারের কম ভোটে জেতা আসনেই প্রার্থী হতে হয় দিলীপকে। আর তার পরিণতি যা হওয়ার সেটাই হল।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। উনি আমাদের সকলের নেতা। আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়ত হেরে গেলেন।”
অন্য দিকে, খোদ দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, “কালাপানি কাকে বলে আমি জানি। চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।”