একমাত্র আমরাই বলেছিলাম, বাংলায় ৩০ আসন ছুঁয়ে ফেলবে তৃণমূল

কলকাতা: লোকসভা ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে অধিকাংশ বুথফেরত সমীক্ষা ভুয়ো। তবে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল নিয়ে জনমত সমীক্ষা করেছিল Newsonly24। আমাদের নিজস্ব পদ্ধতিতে করা এই জনমত সমীক্ষায় উঠে এসেছিল ফলাফলের সম্ভাব্য ইঙ্গিত। বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে কার দখলে যেতে পারে ক’টি আসন। ফলাফল প্রকাশ হতে দেখা যাচ্ছে, আমাদের সমীক্ষার সঙ্গেই প্রায় মিলে গিয়েছে বাস্তবের ফলাফল।

গতবার, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় ২২টি আসনে জিতেছিল তৃণমূল। কংগ্রেস দু’টি। রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করে দিয়ে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কারণ, ২০১৪ সালে বাংলায় মাত্র ২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু আমরা বলেছিলাম, এ বার আসন কমতে পারে বিজেপির।

কেন আসন কমতে পারে বিজেপির? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিল নিউজ অনলি টোয়েন্টি ফোর। ৪২টি কেন্দ্রের ভোটারের সঙ্গে কথা বলে বেশ কিছু কারণও উঠে এসেছিল।

এই যেমন বহু আলোচিত সন্দেশখালি কাণ্ড নিয়ে কদিন আগে রাজ্য জুড়ে ঝড় বয়ে গেল। কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, সেই সন্দেশখালিতেই খালি হাতে ফিরতে হতে পারে বিজেপি-কে। বসিরহাটে তৃণমূলের জয়ের পথ অনেকটাই মসৃণ বলে দেখা যাচ্ছে সমীক্ষায়। বাস্তবে ভোটের ফলাফলেও দেখা যাচ্ছে, সন্দেশখালিতেও হারতে হয়েছে বিজেপি-কে। বিপুল ভোটে জয়ী হয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

আমরা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সব জনমুখী প্রকল্পের কারণে বাংলার মহিলা ভোটাররা মমতার দিকে বেশি ঝুঁকে থাকেন, সেই ‘ভোট ব্যাঙ্কে’ ফাটল ধরানো সহজ হবে না বিজেপির পক্ষে। এই কারণটি, শুধু সন্দেশখালি নয়, বাংলায় অন্য জায়গাগুলিতেও সমান ভাবে প্রযোজ্য। ভোটের লাইনে মহিলাদের চোখে পড়ার মতো উপস্থিতি এবং তার পর আজকের এই ফলাফল আমাদের সেই যুক্তিকেই মান্যতা দিল।

অন্য দিকে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার দুর্নীতি। কয়লা, গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলি সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে গিয়েছে। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির এই কৌশল ততটা কাজে দেয়নি। আর এখন যে ভাবে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে প্রকাশ্যে বিজেপিকে দুষছেন, তাতে সাধারণের মনেও তদন্ত এবং তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত ধরনের দুর্নীতির অভিযোগকে সমান ভাবে আমল দিতে নারাজ সাধারণ ভোটাররা।

নিউজ অনলি টোয়েন্টি ফোর-এর সমীক্ষা বলেছিল, বাংলায় এ বার ৩২টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ৮টি আসন। সমীক্ষা এও জানানো হয়েছিল, বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়েও দুটি আসন পেতে পারে কংগ্রেস। তবে বামফ্রন্টের তরফে কোনো আসন না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এখন (সন্ধ্যে ৭টা পর্যন্ত) ফলাফলে দেখা যাচ্ছে, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়ী/এগিয়ে তৃণমূল। যেখানে বিজেপির ঝুলিতে যেতে পারে ১২টি আসন। কংগ্রেস জয়ী একটি আসনে। বামফ্রন্ট শূন্য। বকিটা বলবে সময়!

নীচে দেখুন Newsonly24-এর সেই জনমত সমীক্ষা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক