নয়াদিল্লি: বুধবার দিনভর উত্তপ্ত বাদানুবাদের পর, লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় এই বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল।
লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের জন্য মঙ্গলবার পুরোদস্তুর নতুন বিল পেশ করেছিল মোদী সরকার। যার পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’।
বুধবার সন্ধ্যায় গোপন ভোটাভুটিতে নরেন্দ্র মোদী সরকারের আনা বিলটি সমর্থন করেছেন ৪৫৪ জন সাংসদ। বিলে সংশোধন চেয়ে বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র দু’জন। ‘অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং তাঁর দলেরই সাংসদ ইমতিয়াজ জলিল।
এই বিলে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য ইতিমধ্যেই যে আসনগুলি সংরক্ষিত রয়েছে, সেগুলিও এই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আওতাতেই আসবে।