প্রথম পাতা খবর আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ

383 views
A+A-
Reset

কলকাতা: লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ সোমবার (২০ মে, ২০২৪)। এ দিন ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৭টি কেন্দ্র রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পঞ্চম দফায় যে ৪৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে, উত্তরপ্রদেশের ১৪টি, ওড়িশার ৫টি, জম্মু-কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ডের ৩টি, পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি, মহারাষ্ট্রের ১৩টি এবং লাদাখের ১টি।

পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।

এই দফায় ৬৯৫ প্রার্থীর ভাগ্যের ফয়সালা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ভাগ্যও এই দফাতেই নির্ধারিত হবে।

পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্রে প্রধান তিন দলের প্রার্থী

বনগাঁ

১. বিশ্বজিৎ দাস (তৃণমূল)

২. শান্তনু ঠাকুর (বিজেপি)

৩. প্রদীপকুমার বিশ্বাস (কংগ্রেস)

ব্যারাকপুর

১. পার্থ ভৌমিক (তৃণমূল)

২. অর্জুন সিং (বিজেপি)

৩. দেবদূত ঘোষ (সিপিএম)

হাওড়া

১. প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

২. রথীন চক্রবর্তী (বিজেপি)

৩. সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)

উলুবেড়িয়া

১. সাজদা আহমেদ (তৃণমূল)

২. অরুণোদয় পালচৌধুরী (বিজেপি)

৩. আজাহার মল্লিক (কংগ্রেস)

শ্রীরামপুর

১. কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

২. কবিরশঙ্কর বসু (বিজেপি)

৩. দীপ্সিতা ধর (সিপিএম)

হুগলি

১. রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

২. লকেট চট্টোপাধ্যায় (বিজেপি)

৩. মনোদীপ ঘোষ (সিপিএম)

আরামবাগ

১. মিতালি বাগ (তৃণমূল)

২. অরূপকান্তি দীঘর (বিজেপি)

৩. বিপ্লবকুমার মৈত্র (সিপিএম)

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.