পুরীর হোটেল বুকিংয়ে প্রতারণার ফাঁদ, অনলাইনে গায়েব ৯২ হাজার

পুরীর হোটেল বুকিং করতে গিয়ে ৯২ হাজার টাকা খুইয়েছেন এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে প্রতারণার শিকার হওয়ার পর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজস্থান থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় প্রকাশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল গত বছরের অক্টোবরে পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, অনলাইনে পুরীর পাঁচতারা হোটেলে বুকিং করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে হোটেল বুকিং করার জন্য তাঁকে পাঠানো অ্যাকাউন্টে ৯২ হাজার টাকা জমা করেন তিনি। কিন্তু তারপর খোঁজ নিয়ে জানতে পারেন হোটেল বুকিং হয়নি।

এর পর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ রাজস্থানে হানা দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে।

এই ঘটনায় রাজস্থানের ভরতপুর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?