ফিরল রোদ, তবে বাড়বে বৃষ্টির দাপট! নিম্নচাপের জেরে সতর্কতা দুই বঙ্গে

ছবি: রাজীব বসু

কয়েকদিন টানা বৃষ্টির পর বুধবার সকালে মিলল ঝলমলে রোদ। তবে স্বস্তি ক্ষণস্থায়ী। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি সুপষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওড়িশা উপকূলের কাছে এই নিম্নচাপের অবস্থান। তা ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। এদিকে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেদিনীপুর, বাঁকুড়া ও উপকূলবর্তী জেলাগুলোতে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত একই রকম আবহাওয়া চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া ভিজে থাকবে বলে জানানো হয়েছে।

সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা