বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপ ২৩ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ, রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে হুগলির কিছু এলাকাতেও। যদিও এই মুহূর্তে কোনও রকমের সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

এদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই অঞ্চলে বৃষ্টির কারণে তেমন কোনও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে এর প্রভাব সরাসরি দক্ষিণবঙ্গে পড়তে পারে। ইতিমধ্যেই গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু এলাকা জলমগ্ন হয়েছে। ফলে নতুন করে নিম্নচাপ ও বৃষ্টির আশঙ্কায় রাজ্য সরকার ও প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক