বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টি। কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বেশকিছু জেলায়। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। নিম্নচাপের প্রভাব পড়বে না উত্তরবঙ্গে। তাই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে।  নিম্নচাপটি উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। এটি স্থলভাগের ওড়িশার ওপর দিয়ে আগামী ২-৩ দিনে উত্তর ছত্তিসগড়ের দিকে এগিয়ে আসবে। কলকাতায় রবিবার থাকবে মূলত মেঘলা আকাশ। শহর জুড়ে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার ঝোড়ো হওয়ার বেগ বাড়তে পারে।

আরও পড়ুন: ‘চারদিকে যে সন্ত্রাস হচ্ছে তাকে বন্ধ করতে হবে’, বরিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতাকে তোপ প্রিয়ঙ্কার


আগামী ২৪ ঘণ্টয় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় রয়েছে প্রবল বর্ষণের শঙ্কা। এদিকে, সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকালের দিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়ায় ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব সেভাবে না পড়লেও, বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা থেকে যাচ্ছে। সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বরের মধ্যে সেভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে উত্তরের বহু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যায়। এই বর্ষণের ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানা যাচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক