প্রথম পাতা খবর মৃত্যুর ১৪ বছর পর এলটিটিই নেতা প্রভাকরণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি

মৃত্যুর ১৪ বছর পর এলটিটিই নেতা প্রভাকরণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি

249 views
A+A-
Reset

এলটিটিই প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণকে জীবিত দাবি করে যাবতীয় জল্পনা উস্কে দিলেন এক পরিচিত তামিল নেতা। ফলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কায়।

২০০৯ সালের ১৮ মে মুল্লাইথুভুর গভীর ম্যানগ্রোভ অরণ্যে এলটিটিই বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল শ্রীলঙ্কা সেনার স্পেশাল টাস্ক ফোর্সের। পরদিন সন্ধ্যায় রকেট লঞ্চারের আঘাতে মৃত্যু হয় প্রভাকরণের। মৃতদেহের ছবি, ডিএনএ টেস্টের প্রমাণ আন্তর্জাতিক মহলকে দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

এখন নতুন করে প্রভাকরণের বেঁচে থাকার দাবি ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করে তামিল লিবারেশনপন্থী জাতীয়তাবাদী নেতা পাঝা নেদুমারানের এক বিস্ফোরক বিবৃতি সেই দাবি উড়িয়ে দিয়েছে। তামিলনাড়ুতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “প্রভাকরণ জীবিত! ২০০৯ সালে টাইগারের (প্রভাকরণকে এই নামেই সম্বোধন করে ভক্তরা) মৃত্যু হয়েছে, একথা সম্পূর্ণ মিথ্যা। তিনি এখন গোপন ডেরায় বহাল তবিয়তে। শীঘ্রই শ্রীলঙ্কার তামিলদের পরাধীনতা দূর করতে, তামিল ইলম গঠনের লক্ষ্যে নতুন প্ল্যান ঘোষণা করতে চলেছেন। শুরু হবে নয়া সংগ্রাম”!

তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, “শ্রীলঙ্কায় রাজপক্ষ সরকারের পতন হয়েছে। ফলে প্রভাকরণের প্রকাশ্যে আসার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.